Upcoming Events Tombola Night

      

বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন।

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর মহিলা উপ-পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২০ এপ্রিল )সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন মহিলা উপ-পরিষদের আহবায়ক জেবুন নাহার সেলিম এডভোকেট, ক্লাবের সদস্য (অর্থ ও উন্নয়ন বিভাগ) এডভোকেট শাহ মোশাহিদ আলী।

সানিলা বানুর সঞ্চালনায় ক্লাব পরিবার সদস্যদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার, মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, কলকাতার ডায়মন্ড হার্ভার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অনিন্দিতা ঘোষাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক জাতীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জামাল ইয়াকুব, সদস্য ব্যবস্থাপনা মোসাদ্দেক কোরেশী শামীম, সদস্য সাংস্কৃতিক বিভাগ চম্পাকলি দে, সদস্য আপ্যায়ন হারুন আল রশিদ দিপু, মহিলা উপ-পরিষদের সদস্য বিলকিস জাহান, সামিনা মোবিন চৌধুরী, রওনক জাহান, জামিলা বানু, রেবেকা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্য ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

 

Celebrate Independence Day Cultural evening.

    

Great tribute to the Shaheed Minar on Independence Day

  

International Mother Language Day 2018